1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
শোকসংবাদ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৫ জানুয়ারি হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়া  সাদ্দাম হত্যার প্রধান আসামি  দেলোয়ার হোসেন দিলীপ ও বাবুলক গ্রেফতার  পঞ্চগড় আদালতে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হলো “স্বস্তি চত্বর” বাংলাদেশের পাসপোর্টধারী সকল প্রবাসীদের নিবন্ধন ও ভোট গ্রহণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই সফল সামাজিক সংগঠন তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ১১মাস ধরে ঘরবন্দী এক পরিবার

লামায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরীর পথসভা

আফজাল হোসেন জয় , বান্দরবান
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বান্দরবানের লামায় শোডাউন ও পথসভা করে প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনীত বান্দরবান ৩০০নং আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে লামা পৌর বাস টার্মিনাল থেকে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে গণমিছিল শুরু হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের সমাবেশস্থলে এসে মিলিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে চূড়ান্ত জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা শুরু করেন স্থানীয় নেতাকর্মীরা।

জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষ প্রতীকের বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এই গণমিছিলে অংশগ্রহণ করেন। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে লামা শহরের রাজপথ। এ সময় ধানের শীষের পক্ষে বিশাল শোডাউনে সাচিং প্রু জেরীর সঙ্গে অংশ নেন লামা উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, কৃষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণীপেশার নারী পুরুষ।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক, ধানের শীষ প্রতীকের রাজপুত্র প্রার্থী সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমাবেশে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, পুনর্গঠনের রূপরেখা সম্পর্কেও সাধারণ জনগণকে অবহিত করেন।পরে তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।পথসভায় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করব। দিন ব্যাপী এই গণমিছিল ও সমাবেশকে ঘিরে লামা শহরে ছিলো উৎসব মুখর পরিবেশ। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর ছিলো লামা শহর।সাধারণ জনগনের মধ্যে ছিলো নির্বাচনের উৎসাহ।

উল্লেখ্য, বিএনপির একাংশ অর্থাৎ ‘জাবেদ রেজা গ্রুপে’র নেতাকর্মীদের উপস্থিতি এই নির্বাচনী কর্মসূচিতে দেখা যায়নি এমনটি জানান অনেকেই। এটা স্থানীয় বিএনপিতে চলমান বিভাজনের ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন নেতাকর্মী ও সাধারণ জনগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট