
ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাচ্ছেন শারমিন আক্তার জাহান। আজ রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের মেধাবী এই কর্মকর্তা এর আগে নড়াইল জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে ১৪ মাস যাবৎ সুনামের সাথে দায়িত্ব পালন করে উন্নয়ন ও প্রশাসনিক দক্ষতার জন্য প্রশংসা অর্জন করেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে শারমিন আক্তার জাহান ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা এবং সুশাসন নিশ্চিত করণে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন জেলার সর্বস্তরের জনগন।
জাতীয় দৈনিক ভোরের চেতনা পএিকার পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান কে স্বাগত জানাচ্ছি।
সর্বোপরি ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন ও অভিযাত্রায় আপনার আগমনে ব্রাহ্মণবাড়িয়া বাসির অসমাপ্ত কাজগুলোর সমাপ্তি হবে এটাই প্রত্যাশা।