1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভালুকায় নির্বাচনী আচরণবিধি পালনে প্রশাসনের অভিযান বান্দরবানের আজিজ নগরে বিএনপি’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত গণভোট রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে আমুল পরিবর্তন আনবে’ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক কবিতা / তার শুভ জন্মদিন / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বিদেশি অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত পালাতক আসামি গ্রেপ্তার মানিকগঞ্জের   গজারিয়া চকে  জলাবদ্ধতা নিস্কাশনে  কৃষকদের দাবি  স্থায়ী সমাধান        ‌               শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মত যেন ভবিষ্যৎ প্রজন্মের নাগরিক আমরা পাই -এম. জহির উদ্দিন স্বপন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে গৌরনদীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা সিরাজগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন  ‎তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতেই হবে লক্ষাধিক কৃষকের স্বার্থে: পরিবেশ উপদেষ্টা রেদোয়ানা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মত যেন ভবিষ্যৎ প্রজন্মের নাগরিক আমরা পাই -এম. জহির উদ্দিন স্বপন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মত যেন দেশের ভবিষ্যৎ প্রজন্মের নাগরিক আমরা পাই।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ওই চিত্রাংকন প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করে। চিত্রাংকন প্রদর্শনী ও প্রতিযোগিতায় চিত্রের বিষয়বস্তু ছিলঃ ধানের শীষ,
বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, জুলাই গণহত্যা, বাংলাদেশের গ্রাম-প্রকৃতি। জেন-জি ও জেন-আলফা। চিত্রাংকন প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোমলমতি শিশুদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি আরো বলেন, তোমরা যখন বড় হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জন্ম এবং মৃত্যুর ইতিহাস পড়বে, তখন তোমরা জানতে পারবে যে এত সংক্ষিপ্ত সময়ের জীবনে দেশ এবং জাতির জন্য একজন মানুষ এত বড় অবদান রাখতে পারেন। বয়সের বিবেচনায় ৫০বছর পর্যন্ত যাওয়ার তার সুযোগ হয় নাই। এর আগেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মাত্র ৪৬-৪৭ বছর বয়সে তাকে চলে যেতে হয়েছে। এত কম সময়ের জীবনে দেশ ও জাতির জন্য তার যে অপরিসীম অবদান, আমাদের ইতিহাস থেকে তা তোমাদেরকে জানতে হবে। শহীদ জিয়ার এই বর্ণাঢ্য জীবনের ইতিহাস শিশুরাও যাতে জানতে পারে এবং বুঝতে পারে এমন করে তাদেরকে জানাতে হবে। ছাত্রদল এবং জাসদের নেতাদেরকে আমি অনুরোধ করব এবং পরামর্শ দেব যে তোমরা কেবলমাত্র নিজেদের ছবি ফেসবুকে দেখানোর জন্যই প্রোগ্রামের আয়োজন করবা না। আজকের এই আয়োজন, যেটা তোমরা করেছো, এটা মূলত শিশুদের জন্য। শিশুরা বুঝতে পারে এমন প্রোগ্রাম এর আয়োজন তোমরা করেছ। এজন্য তোমাদেরকে ধন্যবাদ। এ ধরনের প্রোগ্রামের আয়োজন তোমরা
আরো বাড়িয়ে দেবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক জিএম রুবেল, সদস্য সচিব আল আমিন মোল্লা, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক হীরা রহমান সাদ্দাম, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তামিম, সাধারণ সম্পাদক মোঃ মুন্না খান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট