
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল সন্ধ্যায় নোবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার
বিতরণী অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর সার্বিক সহযোগিতায় এবং নোবিপ্রবি শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। নোবিপ্রবি শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. রুহুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক জনাব মো. জাহিদ হোসেন মোল্লা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপ পরিচালক জনাব সুব্রত সরকার শুভ। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, এত ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমি শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানচ্ছি। আমরা আরও অনেকগুলো সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে তোমাদের সঙ্গে কাজ করতে চাই। আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য- মাদককে না বলা। যারা মাদকের সঙ্গে জড়িত তারা যেনো মাদক ছেড়ে খেলাধুলার দিকে চলে আসে এজন্যই আজকের এই প্রোগ্রামের আয়োজন। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা খেলাধুলা, বিতর্ক কিংবা অন্যান্য এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজে যুক্ত থাকবে। তাহলে তারা মাদক থেকে অনেক বেশী দূরে থাকবে এবং ধ্বংসাতœক কোনো কাজে যুক্ত হবেনা। এ সময় তিনি আরও বলেন, আমরা বারবার বলতে চাই নোবিপ্রবি প্রশাসন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। কাউকে পেলে তার ছাত্রত্ব ও সিট বাতিলের পাশাপাশি তার অভিভাবককে ডাকা হবে এবং বাংলাদেশের আইনের আওতায় তার শাস্তি নিশ্চিত করতেআমরা পিছপা হবোনা। মাদক শুধু একজন ছাত্রের নিজের জন্য ক্ষতিকর নয় বরং তার পরিবার এবং সমাজের জন্যও ক্ষতিকর। আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীকে এমন একটি সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক জনাব মো. জাহিদ হোসেন মোল্লা বলেন, খেলাধুলার মাধ্যমে তোমাদের মধ্যে হৃদ্যতার বন্ধন বৃদ্ধি পাবে এই কামনা করি। মনে রাখতে হবে, খেলাধুলা মানে শুধু পুরস্কার পাওয়া নয়। এর মাধ্যমে শারীরিক সুস্থ্যত্ এবং মানসিক প্রশান্তি নিশ্চিত হয়। আজকের প্রতিযোগিতার দুই গ্রুপের চ্যাম্পিয়নদেরকে অভিনন্দন এবং রানার্স আপদেরকেও শুভে”ছা জানাচ্ছি । আমি এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং এই ভালোলাগাটুকু অব্যাহত থাকুক এই কামনা করি। উল্লেখ্য, উক্ত মাদকবিরোধী ব্যাডমিন্ট প্রতিযোগিতায় নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়। এতে উইমেন সেকশনে চ্যাম্পিয়ন হয় সমাজকর্ম বিভাগ এবং রানার্স আপ হয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স (এমআইএস) বিভাগের দল। অন্যদিকে মেন সেকশনে চ্যাম্পিয়ন হয় পরিবেশ বিজ্ঞান ও দুযোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) বিভাগ এবং রানার্স আপ হয় ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স (ফিমস্ধসঢ়;) বিভাগের দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আগত অতিথিদেরকে
সম্মাননা প্রদান করা হয়।