
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আইন অমান্য করে দুই ডাক্তারকে পদায়ন ও বদলীর প্রজ্ঞাপন জারি করায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে অনেকেই ধারনা করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডিজির সম্মাতিক্রমে পরিচালক প্রশাসন দুই ডাক্তারকে হঠাৎ করে বদলী ও পদায়ন করার আদেশ দেওয়ায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কালীন সময়ে দুই ডাক্তারকে পদায়ন ও বদলীর আদেশের বিরুদ্ধে সুশীল সমাজ ও আম জনতা ফুসে উঠেছে। জানা গেছে, ডাঃ কামাল আহমেদ প্রায় ৪ মাস পূর্বে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এ হাসপাতালে যোগদান করেন। তিনি হাসপাতালে নিয়মিত কার্যক্রম করা সহ বেশ কিছু উন্নয়ন মূলক কাজ ও রোগীর সেবা নিশ্চিত করা সহ হাসপাতালকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন। ঠিক সেই মুহুর্তে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে বিদায়ী পরিচালক প্রশাসন ডাঃ এবিএম আবু হানিফ ২০২৬ সালের ১৪ জানুয়ারী ডাঃ কামাল আহমেদকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জরুরী ভাবে রাণীশংকৈল উপজেলায় একই পদে বদলী করেন। অপর দিকে পীরগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ৫ বছর একটানা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত থাকা ডাঃ আব্দুল জব্বারকে প্রায় ৪ মাস পূর্বে এ হাসপাতাল থেকে বদলী করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে জরুরী বিভাগে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করার জন্যে স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশ প্রদান করেন। ডাঃ আব্দুল জব্বারকে ৫ কার্য দিবসের মধ্যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে যোগদান না করলে তিনি চাকুরি থেকে অবমুক্ত হবেন বলে বদলীর প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তর উল্লেখ্য করেন। ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে জানা যায়, ডাঃ আব্দুল জব্বার স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা ভঙ্গ করে প্রায় ৪ মাস পেরিয়ে গেলেও তিনি তার বদলীকৃত সদর হাসপাতালে যোগদান করেননি। ২০২৪ সালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী বিসিএস স্বাস্থ্য ব্যতিত ও দেশের আপদকালীন সময়ে জরুরী ভিত্তিতে এডহক হিসেবে নিয়োগ পাওয়া মেডিকেল অফিসাররা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারবেন না মর্মে নিয়ম কানুন থাকলেও এসব বিষয়কে গুরুত্ব না দিয়ে এডহকে নিয়োগ পাওয়া ও অবমুক্ত হওয়া ডাঃ আব্দুল জব্বারকে ২০২৬ সালের ১৮ জানুয়ারী মহাপরিচালক (স্বাস্থ্য) প্রফেসর ডাঃ আবু জাফর এর নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (পার-২) ও পরিচালক প্রশাসন (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ কামরুল হাসান, ডাঃ আব্দুল জব্বারকে নিয়ম বর্হিরভুত ভাবে ৫ কর্মদিবসের মধ্যে পুনরায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে যোগদান করার জন্যে নির্দেশ প্রদান করেন। স্বাস্থ্য অধিদপ্তরের বদলীর ক্ষেতে সীমাহিন অনিয়ম, দূর্নীতি, স্বে”ছাচারিতার কার্যকলাপে বর্তমান সরকারের চরম ভাবমুর্তি নষ্ট হচ্ছে বলে সুশীল সমাজ মনে করেন। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) প্রফেসর ডাঃ আবু জাফরের কাছে মুঠোফোনে মতামত জানতে চাওয়া হলে তিনি সুকৌশলে এড়িয়ে যায় এবং ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জনের সাথে কথাবলার পরামর্শ দেন। বিষয়টি এলাকার সুশীল সমাজ জরুরী ভিত্তিতে প্রধান উপদেষ্টার হস্তেক্ষেপ কামনা করেছেন।