
গত ১২ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে যশোর জেলার অভয়নগর উপজেলায় সিদ্দিরপাশা ইউনিয়ন এর নলমারা ও শ্মশানঘাট নামক স্থানে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরী করার ৭৪ টি চুলা এস্কেভেটর দিয়ে ধ্বংস করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের রিসার্স অফিসার জনাব সৌমেন মৈত্র ( প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন), পরিদর্শক মোঃ জাহিদ হোসেন, এছাড়া মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুল মালেক ও মোঃ শরিফুল ইসলাম কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উক্ত অভিযানে যশোর জেলার অভয়নগর উপজেলার পুলিশ সদস্যবৃন্দ, আনসার সদস্যবৃন্দ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ সুরক্ষা/দূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।