
রাজধানীর উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে উত্তরা পূর্ব থানার পুলিশ। উত্তরা পূর্ব থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মহোদয়ের দিক নিদের্শনায় ১২/০১/২০২৬ খ্রি. তারিখে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ আসামী ১। মোঃ শফিউল্লাহ হাওলাদার (২৫ ), ২। মোঃ দুলাল হাওলাদার ( ৩০) দ্বয়কে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমান।
০১। ০৩ (তিন)টি কাচের বোতলে রক্ষিত LABORIE MERLOT W.O. WESTERN CAPE/WINE OF SOUTH AFRICA নামক বিদেশী ওয়াইন, যাহার মূল্য ২৪০০০, ( চব্বিশ হাজার) টাকা।
২। ১২ (বার) টি কাচের বোতলে রক্ষিত KWV SAUVIGNON BLANC FINE WINE OF SOUTS AFRICA নামক বিদেশী ওয়াইন, যাহার মূল্য ৯৬০০০ , ( ছিয়ানব্বাই হাজার ) টাকা।
৩। ১২ ( বার ) টি কাচের বোতলে রক্ষিত MARANI WINE OF GEORGIFKAKHEII REGION নামক বিদেশী ওয়াইন যাহার মূল্য ৯৬০০০, ( ছিয়ানব্বাই হাজার ) টাকা,
৪। ১২( বার ) টি কাচের বোতলে রক্ষিত SCARLETT ESSENTIAN 2021-FRENCH SHIRAZ SILKY & JUICY নামক বিদেশী ওয়াইন যাহার মূল্য ৯৬০০০, ( ছিয়ানব্বাই হাজার ) টাকা।
৫। ৩৩ (তেত্রিশ ) টি কাচের বোতলে রক্ষিত GOLDEN KANN CHARDONNAY WINE OF ORIGIN WESTERN CAPE/WINE OF SOUTH AFRICA নামক বিদেশী ওয়াইন যাহার মূল্য ২৬৪০০০ , ( দুইলক্ষ চৌষট্টি হাজার ) টাকা।
৬। ১২ ( বার ) টি কাচের বোতলে রক্ষিত WOLF BLASS THE CLASSIC RED LABEL COLLECTION SHRAZ 2021 নামক বিদেশী ওয়াইন, যাহার মূল্য ৯৬০০০, ( ছিয়ানব্বাই হাজার) টাকা।
৭। দেশীয় তৈরি ১৫ (পনের ) কেস HUNTER PREMIUM QUALITY বিয়ার যাহার মূল্য ১,৪৪,০০০ , ( একলক্ষ চুয়াল্লিশ হাজার ) টাকা।
৮। ৫ ( পাঁচ ) কেস HEINEKENN ORIGINAL বিয়ার যাহার মূল্য ৮৪,০০০, ( চুরাশি হাজার ) টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট মূল্য ৯০০০০০/-টাকা।
উল্লেখিত, উদ্ধারকতৃ ও জব্দকৃত মাদকদ্রব্যে সংক্রান্তে উত্তরা পূর্ব থানার মামলা নং-০৮, তারিখ ১২/০১/২০২৬ খ্রি. ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ ( ১) এর টেবিলের ২৪ ( গ ) রুজু করা হয়। উত্তরা পূর্ব থানার পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে