
পঞ্চগড়ের বোদায় উপজলো প্রশাসনের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর অনুষ্ঠান গণভোট (হ্যাঁ/না) উপলক্ষে অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়ছে।
“পরিবর্তনের চাবি এবার আপনার হাতে” এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতথীতি হিসেবে বক্তব্য রাখেন উপজলো নির্বাহী র্কমর্কতা রবিউল ইসলাম। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর গণভোটকে গুরুত্ব ও প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় ১০টি ইউনিয়ন পরিষধের গ্রাম পুলিশ ও মিডিয়া কর্মিরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচন কমিশনের পক্ষ থকে সচেতনতা মূলক লিফটে তুলে দেওয়া হয়।
এ সময় অবহতিকরণ সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমশিনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা ধনেশ চন্দ্র রায়, উপজেলা যুব উন্নয়ন র্কমর্কতা আওলাদ হোসেন, বোদা থানার এসআই বাপ্পী কুমার প্রমুখ।