
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নির্বাচনের মধ্য দিয়ে যখন কোন সরকার আসে, সেই সরকারের প্রতি মানুষের আস্থা আসে, বিদেশদেরও আস্থা আসে। দেরিতে হলেও দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে প্রতিহত করার জন্য নানা রকম পায়তারা চলছে। সেই পায়তারাই একটি অংশ ছিল, তারেক রহমানের উত্তরবঙ্গে সফর বাতিল করা। তারেক রহমানে উত্তরবঙ্গ সফর ছিল একটি পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া। এটি কোন রাজনৈতিক কর্মসূচি ছিল না। তারপরও একদি দল নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে। পরে নির্বাচন কমিশন এই সফর বাতিলের অনুরোধ করলে দেশের বৃহত্তর স্বার্থ ও কল্যাণের জন্য তারেক রহমানের উত্তরবঙ্গের সফর স্থগিত করা হয়। শনিবার দুপুরে ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ পৌর এলাকার আলমাহমুদ
এভিনিউ তার নিজ বাসভবনে এ সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশের মানুষ তারেক রহমানের প্রতি যে আস্থা রেখেছে। উনার যেসব রাজনৈতিক কর্মসূচিগুলো প্রচার হচ্ছে, সেগুলো বাস্তবায়ন করা গেলে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মতো তারেক রহমানও দেশের মানুষের হৃদয়ের মনে কোথায় স্থান করে নেবে। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মজিবর রহমান লেবু, ভিপি অমর কৃষ্ণ দাস,নাজমুল হাসান তালুকদার রানা, জেলা স্বে”ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লা আল কায়েস, যুগ্ম আহবায়ক রঞ্জু হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।