
গত শনিবার দিবাগত মধ্যরাতে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন মঞ্জু বেপারী (৫০) নামের একজন রিক্সাভ্যান চালক।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই গ্রামের পাকা সড়কের নির্জন স্থানে বসে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে খুন করে। নিহত রিক্সাভ্যান চালক মঞ্জু বেপারীর বাড়ি উপজেলার পূর্ব কাসেমাবাদ গ্রামে্। সে ওই গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে। এলাকাবাসী জানান, ওই দিনের মতো রিক্সাভ্যান চালানো শেষ করে মঞ্জু বেপারী রাত সাড়ে ১১টার দিকে রিক্সাভ্যানটি চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নিজ বাড়ির কাছেই মৃত ইয়াসিন খানের বাড়ির পাশের নির্জন স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা তার রিক্সাভ্যানটির পথরোধ করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় গুরুত্বর আহত মঞ্জু বেপারীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে মুর্মুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সটির জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ টিপু সুলতান জানান, জরুরী বিভাগে নিয়ে আসার আগেই ভ্যানচালক মারা যান। ভ্যানচালক খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারেক হাসান রাসেল জানান, হত্যাকাণ্ডের পুরো ঘটনাটি । তবে লাশের গায়ে ধারালো অস্ত্রের ১১-১২ টি আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে মনে হচ্ছে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। পুলিশ ঘটনাটি তদন্তা করছে। আশা করছি শীঘ্রই আমরা এর রহস্য উদঘাটন করতে পারব।