
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কুমিল্লা-১ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ইফতেকার আহসান হাসান।
আজ রবিবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ করে কমিশন। ইসির অডিটোরিয়ামে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।।
২ জানুয়ারি হলফনামা সংক্রান্ত জটিলতায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ইফতেকার আহসান হাসানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মুঃ রেজা হাসান। ৬ জানুয়ারি তিনি প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন।