
গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের সাথে অপর একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা লাগলে সংঘর্ষ হয়,এতে একটি ট্রাকের চালক ও হেলপার (সহকারী) নিহত হয়েছেন।
গত সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছে ২ জন। তবে তাৎক্ষণিক ভাবে হতা-হতদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।