
রংপুর মেট্রো কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সিনিঃ যুগ্ম আহ্বায়ক রিয়াজ তুহিনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গত রবিবার(৪ঠা জানুয়ারী) বিকাল ৪ ঘটিকায় নগরীর ২৫ নং ওয়ার্ড জি এল রায় রোড সংলগ্ন শালবন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় মিলাদ মাহফিলে দোয়া পাঠ করেন শাহীপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো: নাজমুল হোসেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের সিনিঃ সহ-সভাপতি রাকিব হোসেন, রংপুর জেলা যুবদলের সহসাধারণ সম্তাপাদক তামজিদুর রশিদ গালিব,তথ্য ও গবেষণা সম্পাদক হাজীবুল্লাহ রুপম,মেট্রো কোতোয়ালি থানা যুবদলের আহ্বায়ক ওয়াহেদ মুরাদ,মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন,রংপুর জেলা তাতীদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিথুন,মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন,মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজীব চৌধুরী,মহানগর যুবদলের সদস্য ইমরান,মাহিগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক সাকিব,খলিলুর রহমান,মেট্রো কোতোয়ালি থানার সিনিঃ যুগ্ম আহ্বায়ক রিয়াজ তুহিন,শেখ টুটুল, সঞ্চয়,লিমন,খোরশেদ,জীবন,দানিশ সহ বিএনপি অঙ্গ সংগঠনের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।