
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার চন্দিয়া প্রিন্সিপালপাড়া আইডিয়াল মহাবিদ্যালয় মাঠে ৩৫০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্টের পরিচালক ও বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক তৌহিদ জাহান মিতালি এবং ডা. ইলতুতমিস আকন্দ পিন্টু।