
শেরপুর জেলা শহরের প্রানকেন্দ্রে অবস্থিত তানযিমুল কুরআন আইডিয়াল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল দশটায় মাদরাসা প্রাঙ্গনে একজমকালো আয়োজনের মধ্য দিয়ে ফলাফল ঘোষণা করেন মাদরাসার অধ্যক্ষ হেদায়াতুল ইসলাম।
ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মাদরাসা প্রাঙ্গনে এক মিলন মেলার পরিণত হয়। বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন মাদ্রাসার অধ্যক্ষ হেদায়াতুল ইসলাম। এসময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
উল্লেখ্য ২০২১ সালে প্রতিষ্ঠিত তানজিমুল কুরআন আইডিয়াল মাদ্রাসা অল্প সময়ের মধ্যে শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে ২০ জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষাদানে নিয়োজিত রয়েছেন। বর্ণাঢ্য আয়োজন এর মধ্য দিয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অল্প অব্দি ঘটে