
চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে অধিগ্রহণ কৃত জায়গায় চলাচলের পথে দেওয়াল নির্মাণ করে একটি প্রবাসী পরিবারের যাতায়াতের পথ বন্ধ করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে। অনুসন্ধানী তথ্যে জানা যায় আমিরাবাদ ইউনিয়নে চট্টগ্রাম সড়ক বিভাগের অধিগ্রহণ কৃত জমির উপর দিয়ে সৌদি প্রবাসী সোহেলের বাড়ির যাতায়াতের পথ ছিল। দীর্ঘদিন ধরে তারা এই পথ ব্যবহার করে আসছে। এই পথ ছাড়া তাদের বাড়িতে যাওয়ার অন্য কোন পথ নেই। ঐ বাড়িতে সোহেলের শিশু সন্তানদের নিয়ে তার স্ত্রী উম্মে সালমা খুশি বসবাস করে। সোহেল বিদেশে থাকার সুযোগে পার্শ্ববর্তী মৃত আবু মিঞার পুত্র মোঃ লোকমান হাকিম পথের জায়গাটি দখল করে দেওয়াল নির্মাণ করে নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করলে সোহেলের স্ত্রী উম্মে সালমা প্রথমে ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম পুলিশ এসে দেওয়াল নির্মাণে বাধা দিলে তাৎক্ষণিক ভাবে বন্ধ করে পরের দিন থেকে আবার কাজ শুরু করলে সালমা লোহাগাড়া থানায় অভিযোগ দায়ের করেন। তার পরেও লোকমান দেওয়াল নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। ফলে সোহেলের পরিবার গৃহে অবরুদ্ধ হয়ে পড়ছে।জানা যায় লোকমান খুবই প্রভাবশালী ব্যক্তি। তার অত্যাচার থেকে বাঁচার জন্য দ্বারে দ্বারে ধর্না দিচ্ছে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী।
বিরোধীয় জমির তথ্য অনুসন্ধানে জানা যায়- উহা চট্টগ্রাম সড়ক বিভাগের অধিগ্রহণ কৃত জমি, যাহার এল এ মামলা নং ২৪/৯৩/৮৯-৯০/১৯৯০ইং, মৌজা সুখছড়ি, থানা লোহাগাড়া,আর এস খতিয়ান নং ৮১৮, দাগ নং – ৯,২,১এর বাটা- ৬৩০১, সাবেক বি এস খতিয়ান নং -১৩৭২, দাতা আবু মিয়া ও অন্যান্য ব্যক্তিগণ।
ভুক্তভোগী উম্মে সালমা খুশির অভিযোগ সম্পর্কে জানার জন্য লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ কে মোবাইল ফোনে কল দিয়ে পাওয়া না যাওয়ায় আইনী প্রক্রিয়ার বিস্তারিত জানা যায়নি।