
একাধিক মামলার আসামি টংগী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক এবং জানে আলম সরকার ল কলেজের সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম ফিরোজ বহুদিন যাবত আত্মগোপনে রয়েছে। স্থানীয় পর্যায়ে খোজ নিয়ে জানা যায় যে, সে আওয়ামীলীগের পক্ষে এবং বিরোধী দলের বিরুদ্ধে সব সময় কাজ করতো এবং বিরোধী দলের কঠোর বিরোধিতা করতো, সে একজন আওয়ামীলীগের দোষর। এলাকায় বিরোধী দলের লোকদের সাথে তার সব সময় জামেলা মারামারি লেগেই থাকতো, আওয়ামীলীগ সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বা পতনের পর পরই অন্যান্য দলের লোকদের সাথ তার সাথে মারামারি এবং জগড়া লেগে যায় , এর পর থেকেই সে আত্মগোপনে রয়েছে। ফেজবুকে তার ছবি ভাইরাল হয় তাকে খুজে দেওয়ার জন্য বিরোধী দলের লোকেরা সকলের নিকট আহব্বান জানায়। তার বিরুদ্ধে একাধিক মামলা এবং এরেস্ট ওয়ারেন্ট রয়েছে, পুলিশ তাকে খুজতেছে তবে তার বাবা এবং ভাইয়ের দাবি — যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট শুধু মাত্র রাজনৈতিক কারনেই তারা ফিরোজের পিছনে লেগেছে। সন্ত্রাসীরা রাতের বেলা আমাদের বাড়িতেও হামলা করেছ ভাংচুর করেছে। ফিরোজের জীবন হুমকির মধ্যে আছে তাই সে এলাকা ছেড়ে চলে গেছে। সে কোথায় আছে তা আমরাও জানি না।
এ ব্যাপারে ফিরোজ এর বাবার সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার ছেলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার।