1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল চকরিয়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুই জনকে ২ লক্ষ টাকা অর্থদন্ড মেহেন্দিগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভোটার শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত লার্নিং শেয়ারিং সভা শ্রীবরদীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিলের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত রাজবাড়ীর পদ্মায় কুমিরের দেখা, নদীপাড়জুড়ে চরম আতঙ্ক কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল পাবনায় গাজর আবাদে ভাগ্যবদল চাষীদের ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযানে মাহিন্দ্র–ট্রাকসহ একাধিক অবৈধ যানবাহন আটক, একাধিক মামলা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ভিত্তিক কর্মপরিকল্পনার নির্দেশ

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে, টি২০ দল ঘোষণা

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

আগামী মাসে ভারত সফরকে সামনে রেখে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার জেইডেন লেনক্স।

ওয়ানডে দলে তার সাথে আরো জায়গা করে নিয়েছেন বোলিং-অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক, লেগস্পিনার-অলরাউন্ডার আদিথ্য অশোক, সিম-বোলিং অলরাউন্ডার জস ক্লার্কসন ও ফাস্ট বোলার মাইকেল রায়ে। এদের মধ্যে কেউই এখনো ওয়ানডে দলে খেলার সুযোগ পাননি। তবে এ মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে মাইকেল রায়ের।

মিচেল স্যান্টনারের অনুপস্থিতিতে ১৫ সদস্যের ওয়ানডে দলকে নেতৃত্ব দিবেন মাইকেল ব্রেসওয়েল।

স্যান্টনার উরুর ইনজুরি কাটিয়ে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি। তবে টি২০ দলে ফিরেছেন স্যান্টনার।

টি২০ দলে গোঁড়ালি ও কাফ ইনজুরি কাটিয়ে আরো ফিরেছেন মার্ক চ্যাপম্যান ও ম্যাট হেনরি। ছোট ফর্মেটের এই দলে আরো রয়েছেন বিগ হিটার বেভন জ্যাক্স ও টিম রবিনসন।

হেনরি এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। যে কারনে ওয়ানডে দলে ফিরতে পারেননি। আগামী বছর টি২০ বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করার তাগিদে টি২০ দলে জায়গা করে নিয়েছেন হেনরি।

ওয়ানডে দলে পাওয়া যায়নি অভিজ্ঞ কেন উইলিয়ামসনকে। এসএ২০ লিগে ডারবানস সুপারজায়ান্টসের হয়ে খেলার প্রতিশ্রুতিতে তিনি ভারতের বিপক্ষে খেলতে পারেছন না।

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়েছিলেন ত্রিস্টিয়ান ক্লার্ক। কিন্তু ঐ সময় তার অভিষেক হয়নি। ন্যাথান স্মিথ, উইলিয়াম র’রুর্ক ও ব্লেয়ার টিকনার পিঠ ও কাঁধের ইনজুরিতে ভোগার কারনে ভারতের বিপক্ষে ডাক পাননি। তৃতীয় সন্তান জন্মের কারনে ওয়ানডে দল থেকে নিজেই সড়ে দাঁড়িয়েছেন টম ল্যাথাম। ফাস্ট বোলার কাইল জেমিসন ও জ্যাক ফৌকস উভয় দলেই রয়েছেন। গ্রীষ্মে ব্যস্ত সময় কাটানোর কারনে রাচিন রবিন্দ্র ও জ্যাকব ডাফিকে ওয়ানডে দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে।

নিউজিল্যান্ডের কোচ বব ওয়াল্টার বলেছেন, ‘নিউজিল্যান্ড-এ দলের হয়ে দারুন সময় কাটানোর পুরস্কার হিসেবেই জেইডেন লেনক্সকে দলে ডাকা হয়েছে। ফাইভ ফোর্ড ট্রফিতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে এবারের মৌসুমে ৮ উইকেট দখল করেছেন জেইডেন। বেশ কয়েক মৌসুম ধরে ঘরোয়া আসরে সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক ভাল পারফরমেন্স দেখাচ্ছেন জেইডেন। নিউজিল্যান্ডের তুলনায় উপমহাদেশের উইকেটে খেলা সবসময়ই কঠিন। সে কারনেই এই ধরনের কন্ডিশনে যাদেরই সুযোগ দেয়া হোক না কেন তাদের নিজেদের প্রমানের একটি ক্ষেত্র তৈরী হয়। বিশেষ করে আগামী বছর টি২০ বিশ্বকাপকে আমাদের বিবেচনায় নিতেই হচ্ছে।’

টি২০ বিশ্বকাপকে সামনে রেখে ভারতের বিপক্ষে টি২০ দলে শেষের দিকে যোগ দিতে পারেন লোকি ফার্গুসন (আইএলটি২০), এ্যাডাম মিলনে (এসএ২০) ও টিম সেইফার্ট (বিবিএল)।

আগামী ১১ জানুয়ারি থেকে ভাদোদরায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও ২১ জানুয়ারি থেকে নাগপুরে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে।

নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড : মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদিথ্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জস ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফৌকস, মিচেল হে (উইকেটরক্ষক), কুল জেমিসন, নিক কেলি, জেইডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলাস, গ্লেন ফিলিপস, মাইকেল রায়ে, উইল ইয়ং।

নিউজিল্যান্ড টি২০ স্কোয়াড : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), জ্যাকব ডাফি, জ্যাক ফৌকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবিন্দ্র, টিম রবিনসন, ইশ সোদি।

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট