
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলায় গৃহবধূর আত্মহত্যা
পারিবারিক যন্ত্রণা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা। রবিবার (২১ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত নুশরাত (১৮) মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত নুশরাতের পারিবারিক ভাবে বিয়ে হয় সিরাজগঞ্জে। শারীরিক অসু¯’তার কারণে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। তার পর থেকে বাবার বাড়িতেই অব¯’ান করছেন নুশরাত। অসু¯’তার কারণে মাঝে মাঝেই পারিবারিক ভাবে ঝগড়া বিবাদ লেগেই থাকে। এরই জের ধরে রবিবার দিবাগত ভোররাতে নুসরাত নিজ বাড়ির শয়ন কক্ষে টিনের ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে এলাকাবাসী তাড়াশ থানায় খবর দেয়। এ ব্যাপারে তাড়াশ থানার এস আই আনোয়ার হোসেন জানান, ঘটনা¯’লে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট দেখে ধারণা করা যায় এটি একটি আত্মহত্যা। পরিবার ও এলাকাবাসী কোন অভিযোগ না থাকায় নিহত নুশরাতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।