1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল চকরিয়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুই জনকে ২ লক্ষ টাকা অর্থদন্ড মেহেন্দিগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভোটার শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত লার্নিং শেয়ারিং সভা শ্রীবরদীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিলের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত রাজবাড়ীর পদ্মায় কুমিরের দেখা, নদীপাড়জুড়ে চরম আতঙ্ক কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল পাবনায় গাজর আবাদে ভাগ্যবদল চাষীদের ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযানে মাহিন্দ্র–ট্রাকসহ একাধিক অবৈধ যানবাহন আটক, একাধিক মামলা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ভিত্তিক কর্মপরিকল্পনার নির্দেশ

শ্রীমঙ্গলে সাংবাদিকসহ ৫ জুলাই যোদ্ধাকে হত্যা করে লাশ গুমের হুমকি, থানায় জিডি

শ্রীমঙ্গল থেকে আশিকুর রহমান :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি নির্ভীক সাংবাদিক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রীমঙ্গলের প্রথম সারির যোদ্ধা, ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের আহবায়ক মো. মুজাহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ, ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের আহবায়ক নাঈম হাসান, জেলা এনসিপির সদস্য হায়দার আলী এবং নাঈমকে ফেসবুক মেসেঞ্জারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হুমকিকে কেন্দ্র করে উপজেলায় চরম উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় রবিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর : ১১৬৩। জিডির বর্ণনায় উল্লেখ করা হয়, রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১টা ২৯ মিনিটের দিকে ‘নো ক্যাপশন’ ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে জুলাই যোদ্ধা মো. মুজাহিদুল ইসলাম (Md Mujahidul Islam) এর ফেসবুব আইডির মেসেঞ্জারে মুজাহিদুলকে হত্যা ও লাশ গুম করার হুমকি প্রদান করা হয়েছে। আইডি থেকে বলা হয়েছে, ‘মাদারচুদ তোর সময় শেষের দিকে। সাবধানে তাকিছ! তোরে এমনভাবে মারমু তোর লাশ খুঁজিয়া পাওয়া যাইতো নায়। তোর ৫০১ নাম্বার। হাত পাও মাথা একেক খানে পালানি হইবো। লিস্ট নে। ১. মোঃ মুজাহিদুল। ২. নিলয়। ৩ নাঈম হাসান। ৪. হায়দার। ৫.সাংবাদিক এহসান। ৬. নাঈম। খেয়ালে থাকিস জঙ্গি মাদার…. দ ।

জুলাই যোদ্ধা, মুজাহিদুল ইসলাম জানান, আমি এবং আমার সহযোগীদের বিরুদ্ধে ফেসবুক আইডি, মেসেঞ্জার ও কমেন্টে নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। রবিবার(২১ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি সাংবাদিক এহসান বিন মুজাহির, এনসিপি নেতা নিলয়, হায়দার, ছাত্র ঐক্য পরিষদ নেতা মাহমুদুল হাসান নাঈম এবং আমাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে আমরা ৬ জন রাত্রে শ্রীমঙ্গল থানায় সরাসরি উপস্থিত হয়ে থানার ওসিকে জানালে জিডি করার পরামর্শ দেন। আমরা জিডি করেছি। এ ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।

লেখক ও কলামিস্ট এহসান বিন মুজাহির বলেন, আমি পেশাদারিত্ব বজায় রেখে সর্বদাই অনিয়ম-দুর্নীতি এবং ডেভিলদের বিরুদ্ধে অকপটে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে যাচ্ছি। নিউজের প্রকাশের জেরে ফ্যাসিস্টদের প্রেতাত্মারা আমার বিরদ্ধে ফেসবুকে কমেন্টে এবং মেসেঞ্জারে নানাভাবে হুমকি প্রদান করে যাচ্ছে। এর আগে আমাকে সড়কে মোটরসাইকেল প্রতিরোধ করে দুবৃত্তরা আক্রমণ করার চেষ্টা করে। এ ঘটনায়ও থানায় জিডি করি। এছাড়া মাদক ইয়াবার বিরুদ্ধে নিউজের জেরে মাদক চক্রের সদস্যরা আমার বাসার গেটে তালা মেরে আমার পরিবারকে অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায়ও জিডি করি। কিন্তু থানার কোনো জিডির প্রেক্ষিতে কাউকে আটক করতে পারিনি। নতুন করে হত্যার হুমকিতে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছি। দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতার এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই প্রশাসনের কাছে।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল হাই ডন ও সেক্রেটারি ইয়াছিন আরাফাত রবিন বলেন, আমাদের প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নির্ভীক সাংবাদিক এহসানকে হত্যার হুমকির ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন সরাসরি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের অপচেষ্টা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত। অনতিবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে প্রশাসনকে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। প্রাপ্ত তথ্য ও স্ক্রিনশট যাচাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট