
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়া এক অসহায় বিধবা নারীকে ঘর নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও স্থানীয় সমাজসেবীরা।
সম্প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে বিধবা নারীর হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় নেতৃবৃন্দ তার খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মিডিয়া ইউনিট ও হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুল বাশার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর ইউনিয়ন শাখার সভাপতি এডভোকেট আরিফুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও মির্জাপুর যুব ইউনিটের সভাপতি নূর খালেক শহীদ।
এ সময় বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের সহায়তায় এগিয়ে আসা উচিত।
সহায়তা পেয়ে বিধবা নারী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া কামনা করেন।