
গত ১৭ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩(সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম। অভিযানে মোট ২৭ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং স্কেভেটর দিয়ে কিলন ভেংগে দেয়া হয়।অভিযানে
মেসার্স হিনো ব্রিকস বাঘারপাড়া যশোর ৪ লক্ষ টাকা জরিমানা এবং কিলন স্কেভেটর দিয়ে ভেংগে দেয়া হয়।মেসার্স আরিফ ব্রিকস বাঘারপাড়া যশোর ৪ লক্ষ টাকা জরিমানা এবং কিলন স্কেভেটর দিয়ে ভেংগে দেয়া হয়মেসার্স ভাই ভাই ব্রিকস নাটুয়াপাড়া, সদর যশোর ৫ লক্ষ টাকা জরিমানা এবং কিলন স্কেভেটর দিয়ে ভেংগে দেয়া হয়।মেসার্স এস এস ব্রিকস, সদর যশোর : ৪ লক্ষ টাকা জরিমানা এবং কিলন স্কেভেটর দিয়ে ভেংগে দেয়া হয়।মেসার্স টু স্টার ব্রিকস সদর যশোর ৫ লক্ষ টাকা জরিমানা এবং কিলন স্কেভেটর দিয়ে ভেংগে দেয়া হয়েছে।মেসার্স শহিদুল ব্রিকস সদর যশোর ৫ লক্ষ টাকা জরিমানা এবং কিলন স্কেভেটর দিয়ে ভেংগে দেয়া হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।যশোর জেলা পুলিশ, র্যাব ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উক্ত অভিযানে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন । অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের এমন কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়।