গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকের সামনে ওভার ব্রীজ হতে ২ টি মোটরসাইকেল যোগে ৪ জন দুষ্কৃতকারী হেলমেট পড়ে নাশকতার উদ্দেশ্য ৪ টি লাল রংঙ্গেরককটেল(বিষ্ফোরক জাতীয় দ্রব)নিক্ষেপ করে সেখান থেকে পালিয়ে যায়।
এর ধারাবাহিকতায় র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থল থেকে ককটেল(বিষ্ফোরক দ্রব)গুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সংরক্ষণ করার জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করে।(১৭ ডিসেম্বর) বুধবার রাত সাড়ে ৭ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,নাশকতাসহ যেকোন অরাজকতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দেশ প্রেমের শপথ নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে র্যাবের এই কার্যকরী ভূমিকা চলমান থাকবে।









