1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বকশীগঞ্জ দত্তেরচর যুব সমাজের উদ্যোগে মিনিনাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা : ইউএনও ইসলাম উদ্দিন যথাযথ মর্যাদায় কুয়েত এ বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে নরসিংদীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় গাইবান্ধায় জিইউকে প্রিন্টার্সের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার অভিবাসী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন কাল প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের বিদায়ী সংবর্ধনা কাল টিভিতে নির্বাচনি প্রচারে সকল প্রার্থীকে সমান সুযোগ দেয়ার নির্দেশ ইসির শাহজাদপুরে বিস্তৃর্ণ মাঠ জুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ

বকশীগঞ্জ দত্তেরচর যুব সমাজের উদ্যোগে মিনিনাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

‎রাহিন হোসেন রায়হান, বকশীগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবসকে স্মরণীয় ও আনন্দময় করে তোলার লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিম দত্তেরচর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর মনোজ্ঞ উদ্বোধন অনুষ্ঠান। আলোর রোশনাই আর ফুটবলপ্রেমী মানুষের উপচে পড়া ভিড়ে পুরো এলাকা যেন এক উৎসবের মেলায় পরিণত হয়।
‎​মঞ্চে বিশিষ্টজনদের আগমন ‎​সন্ধ্যা থেকেই মাঠ ভরে ওঠে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা ও সুধী সমাজের প্রতিনিধিদের পদচারণায়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মোঃ আক্তার হোসেন, সহ-সভাপতি, বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও সভাপতি, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপি।
‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং উপজেলা বিএনপি’র সদস্য জনাব মোঃ মুরাদুজ্জামান মুরাদ। খেলাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন উদ্বোধক জনাব মোঃ লিটন আকন্দ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপি।
‎​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ‎​প্রিয় অতিথি: জনাব মোঃ মেজবাউল হক তুহিন, সহকারী প্রধান শিক্ষক, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়।
‎​বিশেষ অতিথি: জনাব আকবর হোসেন ডেপুটি, জেনারেল ম্যানেজার, বকশীগঞ্জ জোনাল অফিস, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
‎​বিশেষ অতিথি: জনাব মোঃ আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, পশ্চিম পাড়া দত্তেরচর।
‎​বক্তব্যের শুরুতেই অতিথিরা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের। প্রধান অতিথি জনাব মুরাদুজ্জামান মুরাদ বলেন, “বিজয় দিবসের এই শুভক্ষণে পশ্চিম দত্তেরচর যুব সমাজ যে সুন্দর ও সৃজনশীল খেলার আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। এমন আয়োজন মানুষের মনে আনন্দ ও শান্তি বয়ে আনে।”
‎​সভাপতি জনাব আলহাজ্ব মোঃ আক্তার হোসেন তার বক্তব্যে যুব সমাজের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা এই আনন্দের দিনকে স্মরণ করে টুর্নামেন্টের এই আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি। খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে।” অন্যান্য অতিথিরাও তাদের বক্তব্যে টুর্নামেন্টের সাফল্য কামনা করেন এবং যুব সমাজের এমন ইতিবাচক উদ্যোগকে ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা দেন।
‎​পয়েন্ট ভাগাভাগি ও শান্ত’র হাতে ট্রফি ‎​বক্তব্য শেষে ফিতা কেটে ও বল কিক করে আনুষ্ঠানিকভাবে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়। দর্শকরা করতালি ও স্লোগানে স্বাগত জানায় নতুন এই আয়োজনের শুরুকে।
‎​উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় এসকে সুপার কিংস বনাম কিং স্টার ফুটবল একাদশ। টানটান উত্তেজনার এই ম্যাচে কোনো পক্ষই গোলের দেখা পায়নি। ফলে দুই দলই ১ পয়েন্ট করে ভাগ করে নেয়।
‎​উদ্বোধনী খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোঃ শান্ত। তার হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব মোঃ আক্তার হোসেন।
‎​এই মনোজ্ঞ ও সফল আয়োজন বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিম দত্তেরচর এলাকায় এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, যা টুর্নামেন্ট শুরুর প্রথম দিন থেকেই বিজয়ের উল্লাসে আলোকিত হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট