
ডিসেম্বর এল বিজয় হাতে
ইতিহাস জ্বলে প্রতিটি পথে
নিশান ওঠে সাহস বুকে
ভয় হারায় মানুষের মুখে
লাল সবুজে রাঙা দেশ
শহীদ রক্তে লেখা বেশ
স্বাধীন আকাশ ডাকে ডাকে
শপথ জাগে প্রতিটি ফাঁকে
মুক্তির গান ভাসে হাওয়ায়
বাংলা বাঁচে নিজের ছায়ায়
বিজয় মানে মাথা তোলা
ডিসেম্বর মানে পথ চলা
ডিসেম্বর মানেই অঙ্গীকার
ভাঙা শিকল মুক্তির দ্বার
নিশান ওড়ে রক্ত রোদে
সত্য জাগে প্রতিটি বোধে
লাল সবুজে আঁকা প্রাণ
স্বাধীনতার দৃঢ় টান
শহীদ ডাকে নীরব ভাষায়
আমরা আছি বিজয় আশায়
ভয় পলায় সাহস দেখে
ইতিহাস আজ কথা লেখে
ডিসেম্বর থাকে চিরকাল
বিজয় আমাদের সম্বল ঢাল
ডিসেম্বর এল আলো নিয়ে
অন্ধকার সব ফেলল পিছে
নিশান ধরে তরুণ হাত
স্বপ্ন জাগে দিন আর রাত
লাল সবুজে গর্ব ভরা
মুক্ত মাটির আপন ধরা
শহীদের রক্ত পথ দেখায়
বাংলা উঠে নিজের পায়
স্বাধীন আকাশ নীল হাসে
বিজয় কথা কানে ভাসে
ডিসেম্বর মানে প্রতিজ্ঞা
ভুলব না এই ইতিহাসটা
ডিসেম্বর মানে সাহস ডাক
ভেঙে যায় সব ভয় আর শাক
নিশান ওঠে বুকের ভেতর
স্বাধীনতা সত্য রঙ ধর
লাল সবুজে রাঙা সকাল
বিজয় আসে চিরকাল
শহীদদের ঋণ মনে রাখি
সত্য পথে মাথা রাখি
মুক্ত হাওয়ায় শ্বাস নিই
নিজের দেশেই বাঁচতে শিখি
ডিসেম্বর গায় জয়গান
বাংলা আমার অহংকার প্রাণ
ডিসেম্বর এল রক্ত চিহ্নে
ইতিহাস কাঁপে প্রতিটি দিনে
নিশান বলে এগিয়ে যা
ভয়কে রেখে পিছনে না
লাল সবুজে দেশ আঁকা
শহীদের রক্তে লেখা
স্বাধীনতার ভোর নামে
নতুন আলো পুরনো নামে
বিজয় মানে সত্য ধরা
নিজের মাটি নিজের ঘরা
ডিসেম্বর থাক স্মরণে
বাংলা বাঁচুক গর্বভরে