
লাল সবুজের মানচিত্র
লালে লাল দুনিয়া শহীদদের
রক্তের প্রতীক।
লাল সবুজের পতাকা
শহীদদের রক্তের ঋণ।
সবুজ শ্যামল ঘেরা সৌন্দর্যে
ভরপুর আমার সোনার বাংলাদেশ।
একুশে ফেব্রুয়ারী ভাষা আন্দোলন
বায়ান্নের বীর সন্তানদের জীবন বলি।
ছিনিয়ে এনেছে মুখের ভাষা বাংলা ।
রক্তের বিনিময়ে টুটে এনেছে
মাতৃভাষা বাংলা ভাষা।
এরই নাম একুশে ফেব্রুয়ারি
বীর সন্তানদের রক্তের ঋণ।