
গাইবান্ধা সরকারি কলেজের আয়োজনে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা গাইবান্ধা সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর ইংরেজি বিভাগ আ ক ম শহিদুল রহমানের সভায়পত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর সুলতান মাহমুদ অধ্যক্ষ গাইবান্ধা সরকারি কলেজ বিশেষ অতিথি প্রফেসর মোঃ আব্দুর রশিদ, উপাধ্যাক্ষ, গাইবান্ধা সরকারি কলেজ, মোঃ মাসুদুর রহমান, সম্পাদক, শিক্ষক পরিষদ গাইবান্ধা সরকারি কলেজ। রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক,ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, ড. মো: ইসমাইল হোসেন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গণিত বিভাগ এছাড়াও অন্যান্য প্রফেসর বৃন্দু উপস্থিত ছিলেন।