
বাংলা গানের অঙ্গনে যুক্ত হলো আরও একটি হৃদয়স্পর্শী নতুন সৃষ্টি। সম্প্রতি প্রকাশ পেয়েছে বিরোহী সম্রাটখ্যাত কণ্ঠশিল্পী ইমন খান–এর কণ্ঠে গাওয়া নতুন গান ‘কি ঘুমে ঘুমাইলা পাখি’। ভালোবাসা, কষ্ট ও বিচ্ছেদের আবেগঘন গল্প নিয়ে নির্মিত গানটি ইতোমধ্যেই শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
গানটির পরিচালনায় রয়েছেন বিএম সাইফুল ইসলাম। জনপ্রিয় গীতিকার ও সুরকার মশিউর রহমান গানটির কথা ও সুর রচনা করেছেন। সংগীতায়োজন করেছেন সুনামধন্য সংগীত পরিচালক এসডি সাগর। আবেগঘন কথা, মন ছুঁয়ে যাওয়া সুর ও আধুনিক সংগীতায়োজনের সমন্বয়ে গানটি শ্রোতামহলে ইতিবাচক সাড়া ফেলেছে।
গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন চিত্রনায়ক জামশেদ শামীম, ইতি আহমেদ ও বনি আমিন। তাদের প্রাণবন্ত ও সাবলীল অভিনয়ে গানের গল্প আরও গভীরতা ও বিশ্বাসযোগ্যতা পেয়েছে।
ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন পিএইচএস পাবেল। সম্পাদনার দায়িত্বে ছিলেন শাহেদ ভিএফএক্স। মেকআপে ছিলেন জুয়েল এবং আলোকসজ্জায় দায়িত্ব পালন করেছেন জয়নাল শরীফ।
গানটির প্রযোজক হিসেবে ছিলেন হযরত আলী। গানটি প্রকাশ পেয়েছে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সাদিয়া ভিসিডি–এর ব্যানারে।
ভালোবাসার অনুভূতি, বিচ্ছেদের বেদনাময় মুহূর্ত ও জীবনের বাস্তবতা—সবকিছু মিলিয়ে ‘কি ঘুমে ঘুমাইলা পাখি’ গানটি বাংলা গানের শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নেবে বলেই আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।