
মানবাধিকারের শপথ
মানুষ সবার আগে মানুষ,
এই সত্য থাক চিরে।
ধনী–গরিব ভেদ ভুলি,
চল এক মানব নীড়ে।
জন্মের সাথে অধিকার,
কেউ নেয় না কারো হক।
অন্যায় দেখি নীরব নয়,
জাগে ন্যায়ের লোক।
শান্তির পথে বিশ্ব হোক,
ভ্রাতৃত্ব বন্ধন ঘিরে।
মানবাধিকারের শপথ আজ,
জ্বলুক হৃদয় নীড়ে।