
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ রাউজান আসনে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করেননি। জাতির সংকট মুহূর্তে তাঁর সাহসী ও দৃঢ় অবস্থান দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, “পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী তাঁকে চিরতরে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু মহান সৃষ্টিকর্তার দয়া এবং জনগণের দোয়ার বরকতে আজ তিনি দেশের মাটিতে স্বগৌরবে চিকিৎসা গ্রহণ করছেন।”
মহিয়সী এই নেত্রীর সুস্থতার জন্য দেশের সাধারণ মানুষসহ বিশ্বের কোটি কোটি মানুষ মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় কায়মনোবাক্যে প্রার্থনা করছেন বলেও তিনি উল্লেখ করেন।
রোববার ৭ ডিসেম্বর দুবাইতে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত চট্টগ্রাম-৬ রাউজান আসনের সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরও বলেন,
“গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা ও বহুদলীয় রাজনীতির বিকাশে বেগম জিয়ার অবদান অনস্বীকার্য। দেশের রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র এবং গণতন্ত্রচর্চার এক প্রতিষ্ঠানের নাম বেগম খালেদা জিয়া।”
তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রবাসীদের পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন করার আহ্বান জানান। পাশাপাশি নিজ এলাকার প্রবাসী ভোটারদের প্রতি ধানের শীষে ভোট প্রার্থনা করেন। রাউজানকে সন্ত্রাসমুক্ত ও সমৃদ্ধির জনপথ হিসেবে গড়ে তুলতে রাউজানবাসী ও প্রবাসীদের সহযোগিতাও কামনা করেন তিনি।
ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শরাফত আলীর সভাপতিত্বে এবং দিদারুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন-ইউএই বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল হক নবাব, মোহাম্মদ মোকারাবিন, জাকির হোসেন খতিব,
নাঈম উদ্দীন টিপু,
সিআইপি নজরুল ইসলাম, মাওলানা দৌলতুর রহমান, এড. শহিদুল ইসলাম, কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, এম. এনাম হোসেন, মোহাম্মদ আলম, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ বাবলু,
মোহাম্মদ দিদার, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ আমানাত খান, মোহাম্মদ নাঈম খান, মোহাম্মদ আমিন, মো: শাহাজাহান,রবিউল হোসেন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।দোয়া মাহফিল শেষে প্রায় দুই হাজার মানুষের মাঝে মেজবানি তবারক বিতরণ করা হয়।