
নোয়াখালী সুবর্ণচরে ২০ জন নতুন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান ও হিফজুল কোরআন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। শনিবার(৬ ডিসেম্বর ) রাতে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ইক্বরা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন বিভাগ থেকে তাদের সম্মাননা দেওয়া হয়।
২০২৫ সালে এ প্রতিষ্ঠান থেকে হেফজ শেষ করা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাদরাসা মাঠে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাগড়ি প্রদান করা হাফেজরা হলেন মোঃ আসাদুল্লাহ আল গালিব, মোঃ মুমতাজুল ইসলাম জায়েদী, মোঃ মনিরুল ইসলাম,মোঃ তাজুল ইসলাম,মোঃ শরিফুল ইসলাম,মোঃ নাঈম হোসাইন,মোঃ শরিফুল ইসলাম, মোঃ ইসমাঈল হোসাইন,মোঃ ইমন হাসান,মোঃ আব্দুর রহমান তানভীর, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আমির হোসাইন, মোঃ আবু রায়হান, মোঃ সাইফুল ইসলাম,মোঃ মোবারক হোসাইন, মোঃ আরাফাত,মোঃ আব্দুল্লাহ,মোঃ একরাম, মোঃ আল আমিন, তাওহীদুল ইসলাম।
নোমানিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম, মাওলানা আব্দুর রহমান ও মাওলানা নুরুল আলম শাহাবুদ্দিনের সভাপতিত্বে ক্বারী রাশেদুল ইসলামের সঞ্চালনায় অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ আখতার হোসাইন এর সার্বিক সহযোগিতায় ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন, জাতীয় সাংস্কৃতিক সংগঠন, কলরব শিল্পীগোষ্ঠীর প্রধান পরিচালক মুফতি সাঈদ আহমদ, মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী, হাফেজ মাওলানা শিহাব উদ্দিন, মুফতি মাসুম বিল্লাহ জাহিদ প্রমুখ।