
বহুমুখী প্রতিভার অধিকারী বড়ুয়া মনোজিত ধীমন এবার আত্মপ্রকাশ করলেন চলচ্চিত্র পরিচালক হিসেবে। তার পরিচালনার প্রথম সিনেমা ‘সঙ্গী’র শুটিং এরইমধ্যে সম্পন্ন হয়ে গেছে। শুধু কি তাই! প্রযোজনা প্রতিষ্ঠান রুটস্-এর ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সাব্বির আহমেদ শ্রাবণ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এ ছবির গল্পে দেখা যাবে একটা ছেলে কীভাবে মাস্তান হয় । এই ছেলেটির প্রেম, মুক্তি এবং পারিবারিক বন্ধন। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বীর, উম্মে হাবিবা ও কানিজ ফাতেমা সূচি, বড়ৃয়া মনোজিত ধীমন, স্বর্ণা বিশ্বাস, সুমন শাহ প্রমুখ।
রিচালক ও অভিনেতা বড়ুয়া মনোজিত ধীমন বলেন, ‘এই ছবিতে আমাকে দর্শক অনেক রূপে দেখতে পারবেন। ছবির গল্পটাও দারুণ। ঢাকার বিভিন্ন মনোরম শুটিং স্পটে এর গান ও দৃশ্যের শুটিং করেছি। সবমিলিয়ে চমৎকার একটি কাজ হয়েছে। খুবই আশাবাদী ছবিটি নিয়ে। কারণ দর্শক এক ছবিতে সব রকমের দৃশ্য পাবেন। রোমান্টিক ও অ্যাকশনও থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমরা এরই মধ্যে সিনেমার কাজ শেষ করেছি। এখন কিছু সাউন্ড ও কালার কারেকশনের কাজ বাকি রয়েছে। আমরা শুটিংয়ের ফাঁকে এডিটিংয়ের কাজ এগিয়ে রেখেছিলাম। যে কারণে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ছবিটি সেন্সর বোর্ডে জমা দিতে পারব। সিনেমাটি আগামী বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’