
গত ৪ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহযোগিতায় পরিবেশের অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে জেলার সদর ও হরিণাকুন্ডু উপজেলায় ৩টি অবৈধ ইটভাটায় ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ অমান্য করে কার্যক্রম পরিচালনা করার অপরাধে আর এস বি ব্রিকস হরিণাকুন্ডুকে৫ লাখ টাকা এবং পিএসবি ব্রিকসকে ৬ লাখ টাকা,এস এন ব্রিকস সদর উপজেলাকে ৫ লাখ সহ ইটভাটা ৩টিকে মোট ১৬ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়। এছাড়া ইটভাটা গুলোর কিলন ও চিমনি স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় । ইটভাটা ৩ টি আর তাদের কার্যক্রম পরিচালনা করবে না এমন মুসলেকা প্রদান করে। অভিযানে ঝিনাইদহ জেলা কার্যালয়ের পরিদর্শক মারুফ বিল্লাহ প্রসিডিউটরের দায়িত্ব পালন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মুনতাসির রহমান সহ এ কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা। অভিযান পরিচালনায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন ঝিনাইদহ জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা। অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের এমন কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।