
অজানা ঠিকানা
বহতা নদীর মতো জীবন করো জন্য থেমে থাকে না–
সমুদ্রের গর্জনে উপচে পড়া জলরাশি দুমড়ে- মুচড়ে
ধুসর নীলাভ করে দেয় এই হৃদয়টা।
অস্তিত্ব জুড়ে ভেসে উঠে বিষাদের ছায়া, তবুও কষ্টের
অন্তরালে লুকিয়ে থাকা কালোছায়ার মধ্যেও সুখ খুঁজে।
পড়ন্ত বিকেলে সূর্যের লালচে আভায় রাঙানো —
মায়াবী জীবনে বারবার হেরে যায় জীবনের কাছে!
তারপরেও হৃদয়কে শক্ত করে বিষন্নতাকে আপন করে
বেঁচে থাকার স্বপ্ন খুঁজে।
আগ্নেয়গিরির মুখ্য জ্বালামুখ, যেমন প্রশান্ত লাভা
প্রবাহ আগ্নেয় পর্বত মহাদেশীয় পাতের সৃষ্টিতে অবিচল;
তেমনি সমুদ্রের ঢেউয়ের মাঝে বুনে হাজারো
স্বপ্নবীজ, ঠিকানা বিহীন দূর অজানা গন্তব্যে–
মনের ক্যানভাসে স্বপ্ন জাগে সেই অজানা ঠিকানার।