
সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আজমানে বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার।
উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা
মোঃ হেলাল উদ্দিন সিআইপি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এসোশিয়েশন আজমানের সভাপতি এম এ কুদ্দুস ও সাধারণ সম্পাদক কামাল হোসেন সুমন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মো: কাশেম মিয়া সিআইপি, শহিদুল ইসলাম চৌধুরী,আজমানে বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি খোন্দকার আল মাহাদী,আজমানে বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ উদ্দিন রাজু, ওমর ফারুক, নাসির উদ্দীন, মো: শাহাবুদ্দীন, আতিকুর রহমান, মো: নয়ন, লোকমান হাকিম, মাসুম বিল্লাহ, কাজী মাহতাব, রুহুল কুদ্দুস, হাবিবুর রহমান বাবু, জিন্নাত শামীম আলী, মাকসুদুর রহমান, শামীম আহমেদ সহ আরও অনেকে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচে লাল দল ২–১ গোলে সবুজ দলকে পরাজিত করে। ক্রিকেটে টিম জুনিয়র ২ উইকেট এবং ১ বল হাতে রেখে টিম সিনিয়রকে হারায়। টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়, যার নেতৃত্বে ছিলেন:
লাল দল তৈয়ব,সবুজ দল আশরাফ,নীল দল পরান,সাদা দলে সালেহ উদ্দিন।
ক্রিকেটে টিম জুনিয়রের ক্যাপ্টেন ছিলেন সোহাগ এবং টিম সিনিয়রের ক্যাপ্টেন কাওসার। টিম ম্যানেজার হিসেবে ছিলেন মাকসুদুর রহমান বিপ্লব, হেলাল উদ্দিন, শহিদুল ইসলাম ও ওমর ফারুক।
ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ (ফুটবল) নির্বাচিত হন এমরান আহমেদ ও আশরাফ হোসাইন। ক্রিকেটে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন সোহাগ আহমেদ। বেস্ট প্লেয়ার অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হন জহিরুল ইসলাম এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন আহাদ।
খেলা শেষে সকল খেলোয়াড়দের গলায় সম্মানসূচক মেডেল পরিয়ে দেওয়া হয় এবং ট্রফি বিতরণ করা হয়। এছাড়াও নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়।
আয়োজক কমিটি জানায়, এই টুর্নামেন্টের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়ানো, মানসিক প্রশান্তি বৃদ্ধি, মাদকবিরোধী প্রচারণা এবং অপরাধপ্রবণতা হ্রাস করাই মূল উদ্দেশ্য। সংগঠনটি প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছে।
——
সাইফুল ইসলাম তালুকদার