
বীর মুক্তিযোদ্ধাদের সাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন”র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন’র সভাপতিত্বে বিজয়ের মাসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধাগন।।
মতবিনিময় শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা গন মতবিনিময়ে অংশ নেন।।