
দামচাইল বাজার, সদর উপজেলা দুপুর ১২.০০জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সদর উপজেলার দামচাইল বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে একটি ফার্মেসিকে মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে ৫,০০০/- এবং তৃষা বেকারি নামক একটি বেকারিটিতে অস্বাস্থ্যকর প্রকৃয়ায় খাদ্য প্রস্তুতের অপরাধে ১০,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। আজ সর্বমোট দুটি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- (পনেরো হাজার টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া