1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ  তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন ইবিআর সদস্যদের সক্ষমতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন  কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় আনাসকে ধর্ম উপদেষ্টার অভিনন্দন উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আচরণবিধি নিশ্চিতে ম্যাজিস্ট্রেট চেয়েছে ইসি বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব মানবাধিকার দিবস পালন: ‘বার আউলিয়া সংস্থার’ আলোচনা সভা  আইনের চোখে সবাই সমান-আইন ও অধিকার ফাউন্ডেশন

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে বছর শেষ করার লক্ষ্য বাংলাদেশের

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১’এ সমতা বিরাজ করছে। তৃতীয় ও শেষ ম্যাচ জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিয়ে বছর শেষ করতে চায় টাইগাররা। এমন লক্ষ্য নিয়ে আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

দুপুর ২টায় শুরু হওয়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস।

দুই ম্যাচের টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি খেলতে নেমেই হোচট খায় বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরে যায় টাইগাররা।

তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নেয় তারা। ৪ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় লিটন দাসের দল। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজের শেষটাও রাঙাতে চায় টাইগাররা।

কারণ চলতি বছরে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচ ও সিরিজ জিতে বছর শেষ করতে মুখিয়ে আছে লিটন-হৃদয়রা।

ফেভারিটের তকমা নিয়ে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্সে বাংলাদেশকে চমকে দেয় আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচেও জয়ের ভাল সুযোগ ছিল সফরকারীদের।

১৭১ রানের পুঁজি নিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় আয়ারল্যান্ড।

জবাবে ওপেনার তানজিদ তামিম দ্রুত ফেরার পর পারভেজ হোসেন ইমন, অধিনায়ক লিটন দাস ও সাইফ হাসানের দৃঢ়তায় ভালভাবেই ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। ইমনের সাথে ৬০ ও সাইফকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন লিটন।

ইমন ৪৩ রানে ফেরার পর হাফ-সেঞ্চুরি তুলে নেন লিটন। তবে ১৯ রানের ব্যবধানে ৪ উইকেট পতনে ম্যাচ নিয়ে শঙ্কায় পড়ে বাংলাদেশ। ১৫৭ রানে ৬ উইকেট হারায় টাইগাররা। লিটন ৫৭ ও সাইফ ২২ রান করেন।

শেষ দিকে বাংলাদেশকে স্বস্তির জয় এনে দেন মোহাম্মদ সাইফুদ্দিন। তার ৭ বলে ১৭ রানের ক্যামিও ইনিংসের সুবাদে ২ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা।

সিরিজের শেষ ম্যাচের জন্য দলে ফেরানো হয়েছে ব্যাটার শামীম পাটোয়ারিকে। প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না তিনি।

এখন পর্যন্ত দশবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে টাইগারদের জয় ৬ ম্যাচে ও হার ৩ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

তৃতীয় ও শেষ ম্যাচ জিততে পারলে বাংলাদেশের বিপক্ষে যেকোন ফরম্যাটে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বাদ নেবে আয়ারল্যান্ড।

২০২৩ সালে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

বাংলাদেশ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

আয়ারল্যান্ড দল : পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্পফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট