1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
‎নবীনগরে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত  নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে বধিরদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  প্রেম, বেদনা আর বাস্তবতার গল্পে ইমন খানের নতুন গান ‘তোমার বাসর রাইতে বন্ধু আমার হইবোরে কবর’ জাতীয় প্রেসক্লাবের সামনে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী পেশাজীবি দল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাইডেনের অটোপেন স্বাক্ষরিত সব নথি ‘বাতিল’: ট্রাম্প

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

জো বাইডেনের আমলে ‘অটোপেন’ দিয়ে স্বাক্ষরিত সকল নথি বাতিল করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি তার পূর্বসূরির বিরুদ্ধে সবচেয়ে পছন্দের আক্রমণাত্মক বক্তব্যটিকে আরও জোরালো করলেন। তবে তার এই পদক্ষেপ আইনিভাবে অনিশ্চিত।

ট্রাম্প বহুবার অভিযোগ করেছেন, বাইডেন ক্ষমতায় থাকাকালে অটোপেন ব্যবহার করে ক্ষমা, নির্বাহী আদেশ ও অন্যান্য নথি স্বাক্ষর করেছেন। তিনি দাবি করেন, বাইডেন শাসন করার মতো মানসিক সক্ষম ছিলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, ‘অটোপেন দিয়ে স্লিপি জো বাইডেনের স্বাক্ষরিত প্রায় ৯২ শতাংশ নথি বাতিল বলে গণ্য হবে এবং এর কোনো আইনি কার্যকারিতা থাকবে না।’

তিনি আরও বলেন, ‘ক্রুকড জো বাইডেন সরাসরি সই করেননি এমন সব নির্বাহী আদেশ এবং অন্যান্য নথি আমি বাতিল করছি। কারণ অটোপেন পরিচালনাকারীরা তা অবৈধভাবে করেছে।’

আগের প্রেসিডেন্টরাও বিভিন্ন সময়ে অটোপেন ব্যবহার করেছেন। তবে ট্রাম্পের দাবি, বাইডেনের সময়ে এর ব্যবহার প্রমাণ করে তিনি মানসিকভাবে অক্ষম ছিলেন এবং হোয়াইট হাউস নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বাইডেন ৮২ বছর বয়সে দায়িত্ব ছাড়েন। ট্রাম্প বর্তমানে ৭৯ এবং ২০২৯ সালের জানুয়ারিতে দায়িত্ব ছাড়ার কথা রয়েছে।

রক্ষণশীল আইন বিশ্লেষক এড হুইলান সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, বাইডেন ব্যক্তিগতভাবে সই করুন বা না করুন, নির্বাহী আদেশগুলো বাতিল করার ক্ষমতা ট্রাম্পের রয়েছে। তবে তিনি কংগ্রেস কর্তৃক প্রণীত বিল তবে বিল, ক্ষমা বা বাইডেনের নির্দেশে অটোপেন দিয়ে স্বাক্ষরিত অন্যান্য নথি বাতিল করার একই স্বাধীনতা তার নেই।

২০০৫ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, প্রেসিডেন্টকে হাতে বিল স্বাক্ষর করতে হয় না। তিনি অটোপেন যন্ত্রের মাধ্যমে প্রেসিডেন্টের স্বাক্ষর সংযুক্ত করতে একজন কর্মকর্তাকে নির্দেশ দিতে পারেন।

২০১১ সালে নিউইয়র্ক টাইমস জানায়, ইউরোপ সফরে থাকা অবস্থায় বারাক ওবামা প্রথম প্রেসিডেন্ট হিসেবে অটোপেন দিয়ে বিল স্বাক্ষর করেন। এখনো কখনো কখনো কাগুজে সংস্করণ প্রেসিডেন্টের কাছে পাঠানো হয় স্বাক্ষরের জন্য।

দায়িত্ব ছাড়ার শেষ সময়ে বাইডেন ট্রাম্পের টার্গেট হওয়া কয়েকজনকে ক্ষমা করে দেন। এর মধ্যে ছিলেন বাইডেনের ছেলে, ট্রাম্পের তদন্ত করা আইনপ্রণেতাগণ, ট্রাম্পের সমালোচনাকারী এক সেনা কর্মকর্তা এবং দেশের শীর্ষ কোভিড বিশেষজ্ঞ।

 

সূত্র : ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট