জো বাইডেনের আমলে ‘অটোপেন’ দিয়ে স্বাক্ষরিত সকল নথি বাতিল করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি তার পূর্বসূরির বিরুদ্ধে সবচেয়ে পছন্দের আক্রমণাত্মক বক্তব্যটিকে আরও জোরালো করলেন। তবে তার এই পদক্ষেপ আইনিভাবে অনিশ্চিত।
ট্রাম্প বহুবার অভিযোগ করেছেন, বাইডেন ক্ষমতায় থাকাকালে অটোপেন ব্যবহার করে ক্ষমা, নির্বাহী আদেশ ও অন্যান্য নথি স্বাক্ষর করেছেন। তিনি দাবি করেন, বাইডেন শাসন করার মতো মানসিক সক্ষম ছিলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, ‘অটোপেন দিয়ে স্লিপি জো বাইডেনের স্বাক্ষরিত প্রায় ৯২ শতাংশ নথি বাতিল বলে গণ্য হবে এবং এর কোনো আইনি কার্যকারিতা থাকবে না।’
তিনি আরও বলেন, ‘ক্রুকড জো বাইডেন সরাসরি সই করেননি এমন সব নির্বাহী আদেশ এবং অন্যান্য নথি আমি বাতিল করছি। কারণ অটোপেন পরিচালনাকারীরা তা অবৈধভাবে করেছে।’
আগের প্রেসিডেন্টরাও বিভিন্ন সময়ে অটোপেন ব্যবহার করেছেন। তবে ট্রাম্পের দাবি, বাইডেনের সময়ে এর ব্যবহার প্রমাণ করে তিনি মানসিকভাবে অক্ষম ছিলেন এবং হোয়াইট হাউস নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বাইডেন ৮২ বছর বয়সে দায়িত্ব ছাড়েন। ট্রাম্প বর্তমানে ৭৯ এবং ২০২৯ সালের জানুয়ারিতে দায়িত্ব ছাড়ার কথা রয়েছে।
রক্ষণশীল আইন বিশ্লেষক এড হুইলান সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, বাইডেন ব্যক্তিগতভাবে সই করুন বা না করুন, নির্বাহী আদেশগুলো বাতিল করার ক্ষমতা ট্রাম্পের রয়েছে। তবে তিনি কংগ্রেস কর্তৃক প্রণীত বিল তবে বিল, ক্ষমা বা বাইডেনের নির্দেশে অটোপেন দিয়ে স্বাক্ষরিত অন্যান্য নথি বাতিল করার একই স্বাধীনতা তার নেই।
২০০৫ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, প্রেসিডেন্টকে হাতে বিল স্বাক্ষর করতে হয় না। তিনি অটোপেন যন্ত্রের মাধ্যমে প্রেসিডেন্টের স্বাক্ষর সংযুক্ত করতে একজন কর্মকর্তাকে নির্দেশ দিতে পারেন।
২০১১ সালে নিউইয়র্ক টাইমস জানায়, ইউরোপ সফরে থাকা অবস্থায় বারাক ওবামা প্রথম প্রেসিডেন্ট হিসেবে অটোপেন দিয়ে বিল স্বাক্ষর করেন। এখনো কখনো কখনো কাগুজে সংস্করণ প্রেসিডেন্টের কাছে পাঠানো হয় স্বাক্ষরের জন্য।
দায়িত্ব ছাড়ার শেষ সময়ে বাইডেন ট্রাম্পের টার্গেট হওয়া কয়েকজনকে ক্ষমা করে দেন। এর মধ্যে ছিলেন বাইডেনের ছেলে, ট্রাম্পের তদন্ত করা আইনপ্রণেতাগণ, ট্রাম্পের সমালোচনাকারী এক সেনা কর্মকর্তা এবং দেশের শীর্ষ কোভিড বিশেষজ্ঞ।
সূত্র : ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com