
শীত এলে খেতে মজা — নানা জাতের মাছ।
পেতে ভালো লাগে যে – আগুনের মিঠে আঁচ।
শীত এলে চলে আসে – মাঠের পাকা ধান।
কৃষকের ঘর থেকে আসে – পিঠাপুলির ঘ্রাণ।
শীত এলে খেতে পারি – খেজুরের রস।
বাংলার ভাঁপা পিঠার – দুনিয়াজোড়া যশ।
শীত এলে বাজারে আসে – নানা সব্জি – শাক।
ধনীরা থাকে আরামে – গরীবের নেই পোশাক।
শীত এলে ভারী কুয়াশায়– অনেকে হয় বেকার।
সাহায্যর নামে ছবি তুলে – কিছু দরদী জোকার।