ভূমিকম্প
ভূমিকম্পে পাকাবাড়ি উঠলো হঠাৎ কেঁপে
উথাল -পাতাল পুকুর পানি উপচে উঠলো ঝেঁপে।
শোকেস ভরা কাঁচের জিনিস, ভেঙে হলো খানখান
ঘুরছে দেখি পুরো ঘরটা, বেরিয়ে বাঁচাই জান।
থরথর কাঁপছে পুরো ধরা প্রকৃতির আজব রুপ
রুদ্রমূর্তি, প্রলয় ডংকা ভয়ে সবাই আজ চুপ।
পাকা রাস্তার বুকে দেখি ফেটে চৌচির ফাঁকা
চলাচলে ধসে পড়লো যানবাহনের চাকা।
গ্রাম-গঞ্জের, শহর -নগর চুরমার অট্টালিকা
অনেকের প্রাণ হানী হলো, নিমেষ অহমিকা।
মনে মনে জপে সবাই মহান রবের দরবার
কি খেল দেখাও তুমি দয়াল! ভূমিকম্পের কারবার।
রিখটার স্কেল ৫:২ মাত্রায় হলো ভূমিকম্প
দুই দিনের মিছে দুনিয়ায় কিসের এতো দর্প?
জুমাবার পরিক্ষা নিলেন, রাব্বুল আলামিনে
সময় থাকতে ক্ষমা চেয়ে, চলো আল্লাহর দ্বীনে।