বই পড়া
আসুন সবাই বই পড়ি- কাজের ফাঁকে ফাঁকে।
আসুন সবাই মন দেই – বইয়ের তাকে তাকে।
আসুন সবাই বই পড়ি – গল্প কিংবা ছড়ার।
আসুন সবাই বই পড়ি – সময়ের নায়ে চড়ার।
আসুন সবাই বই পড়ি – শোয়ার কিছু আগে।
বই পড়ি জীবন গড়ি– বলতে ভালো লাগে।।
আসুন সবাই বই পড়ি – বইকে করি আপন।
বইয়ের সাথে থাকব – পরার আগে কাফন।
আসুন সবাই বই পড়ি – বই উপহার দেই।
বইয়ের থেকে খুজে – জ্ঞান বিজ্ঞান নেই।