1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
 প্রেম, বেদনা আর বাস্তবতার গল্পে ইমন খানের নতুন গান ‘তোমার বাসর রাইতে বন্ধু আমার হইবোরে কবর’ জাতীয় প্রেসক্লাবের সামনে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী পেশাজীবি দল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রিতে রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ হোয়াইট হাউসের বৈঠক যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড পরিকল্পনা বদলাতে ব্যর্থ হয়েছে : ডেনমার্ক মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ‘এ’ দল

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

সুপার ওভারে শক্তিশালী ভারতকে হারিয়ে আজ এশিয়া কাপ রাইজিং স্টার্স টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে ভারতও। এরপর সুপার ওভারে জয় পায় বাংলাদেশ।

দোহাতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিশান আলম। ২৬ বলে ৪৩ রান তুলে বিচ্ছিন্ন হন তারা। জুটিতে ২টি করে চার-ছক্কায় ১৪ বলে ২৬ রান অবদান রেখে প্রথম ব্যাটার হিসেবে আউট হন জিশান।

এরপর দলের রানের চাকা সচল রেখে ৩২ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন সোহান। ১৬তম ওভারে দলীয় ১২৬ রানে আউট হওয়ার আগে ৩ বাউন্ডারি ৫ ওভার বাউন্ডারিতে ৪৬ বলে ৬৫ রান করেন সোহান।

সোহান ফেরার পর ডেথ ওভারে ব্যাট হাতে ঝড় তুলেছেন এসএম মেহরব ও ইয়াসির আলি। চার-ছক্কার বন্যায় শেষ ২২ বলে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

১টি চার ও ৬টি ছক্কার ১৮ বলে অপরাজিত ৪৮ রান করেন মেহেরব। ৯ বল খেলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রানের অনবদ্য ইনিংস সাজান ইয়াসির।

জবাবে ২২ বলে ৫৩ রানের সূচনা পায় ভারত। দুই ওপেনার বৈভব সুরিয়াবংশি ১৫ বলে ৩৮ ও প্রিয়ানশা আইয়ার ২৩ বলে ৪৪ রানে আউট হন। এরপর মিডল অর্ডারে অধিনায়ক জিতেশ শর্মার ২৩ বলে ৩৩, নেহাল ওয়েদারার ২৯ বলে ৩২ রানের সুবাদে জয়ের লড়াইয়ে টিকে থাকে ভারত।

শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার পড়ে ভারতের। স্পিনার রাকিবুল হাসানের করা শেষ ওভারের শেষ বলে জয়ের সমীকরণ ৪ রানে নামিয়ে আনে ভারত। শেষ বল থেকে ৩ রান নিয়ে ম্যাচ টাই করে ভারত। ফলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে কোনো রান না তুলেই ২ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ভারত। ২ উইকেটই শিকার করেন পেসার রিপন মন্ডল।

জবাবে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। পরের ডেলিভারিতে ওয়াইড থেকে ১ রান এলে ম্যাচ জিতে বাংলাদেশ।

আগামী ২৩ নভেম্বর পাকিস্তান-শ্রীলংকার মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে বাংলাদেশ। আজ রাতে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে পাকিস্তান শাহিনস ও শ্রীলংকা ‘এ’।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট