
সাহসের জয়
সাহসেই কেটে যায় রাত,
ভোরে জাগে নতুন প্রভাত।
পথে যদি ঝড়ও উঠে,
মনটা থাকে দৃঢ়-মূর্তে।
ভয় তো আসে যায় আবার,
দৃঢ় জনে থাকে না ভার।
হাল না ছাড়া মানুষ জয়,
সাহস থাকলে পথও কয়।
সপ্ন জাগে বুকের মাঝে,
চলবো দূর—শক্তি কাজে।
সাহস যদি থাকে সাথ,
জয় নিশ্চিত প্রতিটি রাত।