
বনের রাজা
মায়াবন জুড়ে ডাকে, বনের রাজা, ভয়হীন,
সিংহদেহে জ্বলে উঠে শক্তির দীপ অমলীন।
ঝড়ের মুখেও থাকে সে অটল দৃপ্ত দাঁড়ায়,
তারই গর্জনে কাঁপে পথ, নিশীথ আঁধার ছাড়ায়।
সূর্য ওঠায় চোখ মেলে, পাহাড়জঙ্গল জাগে,
তারই পায়ের ধ্বনিতে নতুন দিনের রাগে।
অহং নয়—ন্যায় ধরে বাঁচায় প্রাণের সাজা,
প্রকৃতির ওই অন্তরালেই থাকে বনের রাজা।