
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে আলোচনা সভা ও দুস্থ-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন তার নিজ বাসার সামনে হতদরিদ্র মানুষের হাতে খাবার তুলে দেন। এ সময় রাজনৈতিক নেতা-কর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।