
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৬ নভেম্বর পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলিসহ আটক ২
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে তারা ঢাকা থেকে আটক করে খাগাতুয়া গ্রামের মো. আওলাদ মিয়ার ছেলে মো. রাসেল (৩২) কে, ও পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে রতনপুর মধ্যপাড়া এলাকা থেকে আটক করা হয় মানিক মিয়ার মেয়ে মিতা বেগম (৪২) কে, মিতার বাড়ি থেকেই উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, উদ্ধার করা অস্ত্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছিল এবং তারা দুইজনই অস্ত্র সংরক্ষণের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। ঘটনার পর আজ (১৭ নভেম্বর) সোমবার বিকালে নবীনগর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।