1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিরাপদ সড়ক চাই সফল সামাজিক সংগঠন তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ১১মাস ধরে ঘরবন্দী এক পরিবার লামায় ট্রাক্টর মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৪ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ৬ লেনে উন্নীতকরণের দাবি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা ও  আলোচনা সভা  গৌরনদীতে বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড গাইবান্ধা, ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা হত্যার হুমকি থানায় অভিযোগ  ৩২ তম বাৎসরিক ওরশ মোবারক ও গুনীসম্মাননা ২০২৫

নারী ফুটবলার তৃষ্ণা রানী পেল জমিসহ বাড়ী

বোদা (পঞ্চগড়)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয় নারী অনুর্দ্ধ ২০ দলের নারী ফুটবলার তৃষ্ণা রানীকে বসতবাড়ীর জমি ও পাকাঘর উপহার দিয়েছেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেদ আলী। তিনি বুধবার (১২) নভেম্বর সন্ধ্যায় ময়দানদিঘী ইউনিয়ন ভুমি অফিসের সামনে সাড়ে চার শতক জমি ও নির্মাণকৃত আধা পাকা ঘরের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন।

এ সময় তিনি তৃষ্ণারানী সহ তার বাবা ও মায়ের হাতে জমির দলিল তুলে দিয়ে ঘরের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তার বাবার জন্য দেওয়া একটি দোকান ঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত আরো ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, তৃষ্ণা রানীর কোচ মোফাজ্জল হোসেন বিপুল, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী প্র্রমুখ।

জেলা প্রশাসক সাবেত আলী জানান, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়ার তৃষ্ণা রানী দেশের প্রতিনিধিত্ব করে বিভিন্ন দেশের সাথে খেলে সুনাম বয়ে নিয়ে আসছে। কিন্তু তাদের পরিবারের নিজস্ব কোন থাকার জায়গা ও উপযুক্ত থাকার ঘর ছিল না। চাচার বাড়ীতে একটি ঘরে কষ্ট করে থাকতো। তার বাবা অসুস্থ্য, মা ইট ভাটায় কাজ করেন। দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেও দেশকে সম্মানের জায়গায় নিয়ে গেছে, তার স্বীকৃতি স্বরুপ জেলা প্রশাসনের পক্ষ থেকে সাড়ে চার শতক জমি রেজিস্ট্রি করে ও বাড়ী নির্মাণ করে দেওয়া হচ্ছে, সেই সাথে তার অসুস্থ্য বাবাকে পরিবারের খরচ চালানোর জন্য একটি দোকান ঘর দেওয়া হয়েছে। আমি প্রত্যাশা করবো সবাই এই পরিবারের পাশে থাকবো, জেলা প্রশাসন ও সরকার তার পাশে থাকবে। তৃষ্ণা রানী দেশকে আরো ভালো কিছু উপহার দেবে এটাই আমাদের প্রত্যাশা।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, নারী ফুটবল দলের গর্বিত সদস্য বোদা উপজেলার রত্ন তৃষ্ণা রানীকে জেলা ও উপজেলার প্রশাসনের পক্ষ থেকে বাড়ী করার জন্য ময়দানদিঘীতে সাড়ে চার শতক জমি রেজিস্ট্রি প্রদান করা হয়েছে এবং আধা পাকা বাড়ী জেলা প্রশাসক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন। আমরা মনে করি গুণিদের কদর করলে দেশে আরো গুণি জন্মাবে।

টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমির পরিচালক ও তৃষ্ণা রানীর কোচ মোফাজ্জল হোসেন বিপুল জানান, তৃষ্ণা রানী ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বোদা ফুৃটবল একাডেমিতে কোচিং করে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। তৃষ্ণা রানী প্রত্যন্ত অঞ্চল থেকে এখন জাতীয় অনুর্দ্ধ ২০ দলের গোলমেশিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক তাকে বসতবাড়ীর জন্য জমি ও ঘর নির্মাণ করে দিচ্ছে তাই আমরা অনেক খুশি। তার পাশে দাড়ানোর জন্য জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

তৃষ্ণা রানী অনুভুতি প্রকাশ করতে গিয়ে জানান, বহু প্রতিবন্ধকতা পারি দিয়ে এখানে এসেছি। আজকে নিজেকে অনেকটাই সফল মনে হচ্ছে। যারা একসময় কটুকথা বলতো তারাও আজকে উৎসাহ দিচ্ছে। জেলা প্রশাসক আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে এটা আমার বড় পাওয়া। আমি আমার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট