1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিরাপদ সড়ক চাই সফল সামাজিক সংগঠন তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ১১মাস ধরে ঘরবন্দী এক পরিবার লামায় ট্রাক্টর মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৪ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ৬ লেনে উন্নীতকরণের দাবি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা ও  আলোচনা সভা  গৌরনদীতে বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড গাইবান্ধা, ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা হত্যার হুমকি থানায় অভিযোগ  ৩২ তম বাৎসরিক ওরশ মোবারক ও গুনীসম্মাননা ২০২৫

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বোদায় এসিল্যান্ডের উপর হামলা : আটক-২

বোদা (পঞ্চগড়) :
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

বোদায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসার সময় মব সৃষ্টি করে জব্দকৃত মামামাল লুট করে এবং হামলা করার চেষ্টা করে। এতে অংশ নেওয়ার অভিযোগে পুলিশ ২ জনকে আটক করেছে।
জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে বোদা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(১) এ উল্লেখিত ৪(খ)ধাারা মোতাবেক আকাশ মসলা ঘর থেকে ৭৮.৯৫ কেজি ও আইয়ুব মসলা ঘর থেকে ১৩৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দ করা পলিথিন নিয়ে আসার সময় অতর্কিত হামলা করার চেষ্টা করে স্থানীয় ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা।
এসময় ব্যবসায়ী,কর্মচারী ও উত্তেজিত জনতা এসিল্যান্ড অফিসেরসামনে উপস্থিত হলে বোদা সেনাক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফরহাদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও বোদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বোদা পৌর সদরের হামিদুল ইসলামের পুত্র হাসান আলীকে ভ্রাম্যমান আদালতে ১২দিনের কারাদন্ড প্রদান করা হয় এবং একটি নিয়মিত মামলা রুজু করে হায়দার আলীকে আটক করে বোদা থানায় সোপর্দ করা হয়েছে।
এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হলে আমি সহ ভুমি অফিসের দুই জন সদস্য ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয় ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা।
বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, এসি ল্যান্ড, থানা পুলিশ ও এসিল্যান্ড কার্যালয়ের সদস্যদের উপর হামলার ঘটনায় ৭ জনকে আসামী করে নিয়মিত মামলা রুজু হয়েছে। এ ঘটনায় একজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট